বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন ট্রট ও ওমরজাই

শাস্তি পেয়েছেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট (বাঁয়ে) ও পেসার আজমতউল্লাহ ওমরজাই

শাস্তি পেয়েছেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট (বাঁয়ে) ও পেসার আজমতউল্লাহ ওমরজাইপ্রথম আলো

সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট ও অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। দুটি আলাদা ঘটনায় দুজনকে জরিমানা করেছে আইসিসি।

গত শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেটে জেতে বাংলাদেশ। কাল দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এই ম্যাচে আইসিসি আচরণবিধির ‘লেভেল ওয়ান’ পর্যায়ের ধারা ভাঙার অপরাধে ট্রট ও ওমরজাইকে ম্যাচ ফির ১৫ শতাংশ করে অর্থ জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি ট্রট ও ওমরজাইকে একটি করে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *